
জন্মভূমি রিপোর্ট : খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা থেকে বাড়ি ফেরার পথে শিবসা নদীতে নিখোঁজ হয়েছেন দেবদাস মন্ডল (৫১) নামের এক ব্যক্তি।
সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান ঘাটে লঞ্চ থেকে পন্টুনে নামার সময় এ ঘটনা ঘটে। দেবদাস মন্ডল নলিয়ান গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নৃপেন মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর খুলনার সার্কিট হাউজে শেখ হাসিনার জনসভায় যোগ দেন দেবদাস মন্ডল। সভা শেষে নেতাকর্মী ও অন্যদের সঙ্গে নির্ধারিত লঞ্চে ওঠেন। রাত সাড়ে ৮টার দিকে লঞ্চটি নলিয়ান ঘাটে ভেড়ে। তখন লঞ্চ থেকে পন্টুনে নামার সময় পা পিছলে শিবসা নদীতে পড়ে যান দেবদাস। এখনো নিখোঁজ তিনি।
সুতারখালী ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, তখন থেকে আজ অবধি স্থানীয় ক্যাম্পের কোস্টগার্ড ও ডুবুরিরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তার কোনো সন্ধান এখনো মেলেনি।