
জন্মভূমি রিপোর্ট : প্রাধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের উদ্দেশ্যে গাড়ীবহরে হামলাকারী ৭ বছরের সাজাপ্রাপ্ত সন্ত্রাসী খালেদ মঞ্জুর রোমেলকে গ্রেফতার করেছে র্যা-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। তাকে বুধবার একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বেলতৈল এলাকায় থেকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ দিন ওই এলাকায় আত্মগোপনে ছিল। বৃহস্পতিবার দুপুর ১২টায় র্যাব-৬ পরিচালকের কার্যালয় এক প্রেস ব্রিফিং এ সিনিয়র সহকারী পরিচালক লে.ক. মুহাম্মদ মোসতাক আহমেদ একথা বলেন।
ব্রিফিং এ বলা হয়, ২০০২ সালে ৩০আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্ষিতাকে দেখতে এসেছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালে। ধর্ষিতাকে সান্তনা জানিয়ে ফিরে যাওয়ার পথে সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায় পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ কতিপয় সন্ত্রাসী গাড়িবহরে হামলা চালায়। গ্রেফতারকৃত আসামী খালেদ মঞ্জুর রোমেল ওই অপরাধীদের মধ্যে ২৪নং আসামী। সে তার সহযোগীদের নিয়ে গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় ১০-১২ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। সন্ত্রাসীর বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, চাঁদাবাজী, প্রাণনাশের চেষ্টাসহ একাধিক মামলা চলমান রয়েছে। আসামী খালেদ মঞ্জুর রোমেল আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় গত মঙ্গলবার সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আসামী খালেদ মঞ্জুর রোমেলসহ ৪৮ জনকে সাজা প্রদান করেন। গ্রেফতারকৃত খালেদ মঞ্জুর রোমেল কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের মো. গোফরান আলীর পুত্র।