জন্মভূমি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সোমবার (৩১ জুলাই) গণভবনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ জুলাই নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি আগের নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবালের স্থলাভিষিক্ত হয়েছেন। নৌ সদর দপ্তরে এ দায়িত্বভার হস্তান্তর হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত