
জন্মভূমি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) দুপুরে গণভবনে এ সাক্ষাৎ করেন বিশ্বকাপজয়ী এ তারকা।
১১ ঘণ্টার সফরে বাংলাদেশে পা রেখেই ব্যস্ত সময় পার করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
এর আগে ভোর সাড়ে ৫টায় ঢাকার মাটি স্পর্শ করে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে নিয়ে যাওয়া হয় হোটেলে। মোট ১১ ঘণ্টা ঢাকায় অবস্থান করবেন তিনি। আজ বিকেলেই ঢাকা থেকে কলকাতার বিমানে চড়ে বসবেন লিওনেল মেসির এই সতীর্থ।
ঢাকায় ১১ ঘণ্টা অবস্থান করলেও এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের দেখা হওয়ার সুযোগ নেই। তাকে ঢাকায় নিয়ে আসার পেছনে যারা রয়েছেন, তারা দর্শকদের জন্য কোনো ইভেন্ট রাখা হয়নি। যে কারণে, মার্টিনেজের ঢাকায় আসার পরও এখানে তেমন উন্মাদনা নেই। যেটা রয়েছে কলকাতায়। এমনকি সাংবাদিকদের মুখোমুখিও হচ্ছেন না তিনি।