জন্মভূমি ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘অসহায় মানুষের বেঁচে থাকার অবলম্বন করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা দিয়ে অসহায় মানুষকে সম্মান করেছেন তিনি।’
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বীরজোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুরের দিকে তিনি এ কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসার আগে অনেকেই পরিবার ও সমাজের কাছ থেকে অমর্যাদা পেয়েছেন। এখন কেউ বয়স্ক ভাতা পান। কেউ বিধবা ভাতা, কেউবা আশ্রয়ণের ঘর পেয়েছেন। মাথা গোজার ঠাঁই পেয়েছেন। নিজের জন্য ওষুধ কিনতে পেরে তারা এখন অনেক খুশি।’
বিশ্বের বুকে বাঙালিকে পরিচিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মাত্র সাড়ে তিন বছর মানুষের জন্য কাজ করার সুযোগ পান তিনি। দেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার আগে মুশতাক ও জিয়ার ষড়যন্ত্রে স্বপরিবারে হত্যা করা হয় তাঁকে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়।’
বিএনপিকে গণতন্ত্রের শত্রু আখ্যা দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করেছে দলটির প্রতিষ্ঠাতা। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। জিয়ার আমলে হ্যাঁ-না ভোট হয়েছে। সব ভোটেই কারচুপি করেছে তারা।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত