
জন্মভূমি রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ খুলনায় আসছেন। তার আগমনকে কেন্দ্র করে বিভাগ জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী এই অঞ্চলের মেয়ে। খুলনা তার দ্বিতীয় শহর। তাই খুলনার উন্নয়নের ব্যাপারেও তার সজাগ দৃষ্টি রয়েছে। গতকাল খুলনার জনসভাস্থল পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বিগত দিনে বেগম জিয়া খুলনা থেকে নির্বাচন করে প্রধান মন্ত্রী হয়েছিলেন। কিন্তু তিনি একদিনের জন্যও খুলনা আসেননি। তিনি মংলা পোর্ট বন্ধ করে দিয়েছিলেন। একদিনে ৩ লক্ষ লোককে বেকার করে দিয়েছিলেন।
শেখ হাসিনা এই মোংলা চালু করেছেন। সে কারণে পদ্মার এপারের মানুষ তাকে বিশ^াস করে। তাই আমার বিশ^াস এই অঞ্চলের মানুষ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আগামী নির্বাচনে ভোট দিয়ে প্রমাণ করবে দক্ষিনাঞ্চলের মানুষ উন্নয়নের পক্ষে।
প্রধানমন্ত্রী আমাদের বোন, মা; উনি আমাদের সকল দাবি পুরন করবেন। আমাদের প্রাণের দাবি পদ্মা সেতু ও রূপসা সেতু করে দিয়েছেন। পদ্মা সেতুর ফলে ২/৩ ঘন্টার মধ্যে কৃষক ও মৎস্য চাষিরা ঢাকায় পন্য বিক্রি করে ফিরে আসছেন। তাই কে আপন কে পর তার প্রমাণ খুলনার মানুষ করবে। এই জনসভা জনসমুদ্রে রুপান্তরিত হবে।