জন্মভূমি রিপোর্ট : অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষে ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। কোন প্রকার উশৃংখলপানা বরদাস্ত করা হবে না। অতি উৎসাহী হয়ে এমন কিছু করা যাবে না যাতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্নের সম্মুখীন হন।
শনিবার বিকালে নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর যুবলীগ এ-র সভাপতি সফিকুর রহমান পলাশ এ-র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন এ-র পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনে দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা মার্কার প্রার্থী এস এম কামাল।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নে যে কাজ করেছেন তা সমগ্র বিশ্বে সমাদৃত। কোন দেশ বিরোধী চক্র নির্বাচনের প্রতিদ্বন্দীতা পূর্ণ, শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা করে তাদের প্রতিহত করা হবে। এ লক্ষ্যে আমাদের যার যার অবস্থান থেকে সর্বদা সজাগ থাকতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত এই বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, মো: আবুল হোসেন, কাজী কামাল হোসেন, সওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, জুয়েল হাসান দিপু, কাজী ইব্রাহিম মার্সাল, মহিদুল ইসলাম মিলন, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ,আব্দুল্লাহ আল মামুন মিলনসহ নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।