
চৌগাছা প্রতিনিধি : রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার বিকাল ৪টায় এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু। যুগ্ম- সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ফিরোজ হোসেন, বকুল হোসেন, রোকনুজ্জামান সুমন, আসিফ আহমেদ, হারুন অর রশীদ, শহিদুল্লাহ শহিদ, হাবিবুর রহমান, মেহেদী হাসান বাপ্পী, শফিকুল ইসলাম, রায়হান মীর, তাশিকুল ইসলাম, মারুফ হাসান, রবিউল ইসলাম রয়েল, লাভলুর রহমান, নজরুল ইসলাম, কবির হোসেন, সালাউদ্দীন হোসেন, নয়ন আহমেদ প্রমুখ।