
জন্মভূমি ডেস্ক : প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক হয়েছেন অর্থ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) কাউসার নাসরীন। একই দিন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী সাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে তাদের বদলিপূর্বক প্রেষণে পদায়নের কথা বলা হয়।