জন্মভূমি ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের প্রেস উইংয়ে যুক্ত হলেন সাংবাদিক ফয়েজ আহম্মদ। ফয়েস আহম্মদ সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ফয়েজ আহম্মেদকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে উপ-প্রেস সচিবের শূন্য পদের বিপরীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং-এ ‘সিনিয়র সহকারী প্রেস সচিব’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
সাংবাদিক ফয়েজ আহম্মদ ইংরেজি ‘নিউ এজ’ পত্রিকায় কর্মরত আছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে নিয়োগ পেলেন সাংবাদিক ফয়েজ আহম্মদ
Leave a comment