জন্মভূমি ডেস্ক : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান (বামে) ও সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক আগামীকাল বুধবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতির দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। আগামীকাল বুধবার বিকেল তিনটায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার (২৯ অক্টোবর) ইসির সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় দেন প্রধান বিচারপতি।
জানা গেছে, আগামী ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সাক্ষাতের কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল।
ইসি কর্মকর্তারা বলেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তা-ই চাওয়া হয়েছে।