বিজ্ঞপ্তি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন ও প্রফেসর ড. মুহাম্মাদ আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী।
এক অভিনন্দন বার্তায় খুকৃবি উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর সফলভাবে প্রথম মেয়াদে ইউজিসি’র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকার তাদের দ্বিতীয় মেয়াদে সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করায় উচ্চশিক্ষার গুণগত পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবেন।
উল্লেখ্য, গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় দু’টি পৃথক আদেশ জারির মাধ্যমে আগামী চার বছরের জন্য তারা সদস্য পদে নিয়োগ পেয়েছেন। তাঁরা প্রথম মেয়াদের অনুরূপ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। প্রফেসর সাজ্জাদ হোসেন ও প্রফেসর মুহাম্মদ আলমগীরের প্রথম দফার মেয়াদ শেষ হবে যথাক্রমে চলতি মাসের ১১ ও ১৫ তারিখে।