জন্মভূমি ডেস্ক : প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদার ইন্তেকাল করেছেন। রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এরশাদ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
এক শোকবার্তায় তিনি মরহুমের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নাহিদ ইসলাম বলেন, সাংবাদিক এরশাদ মজুমদার এদেশের সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। সাংবাদিকতার পাশাপাশি তিনি বেশ কয়েকটি গ্রন্থও লিখেছেন। তার মৃত্যু সাংবাদিক জগতে অপূরণীয় ক্ষতি।
প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদারের ইন্তেকাল, তথ্য উপদেষ্টার শোক
Leave a comment