জন্মভূমি ডেস্ক
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রেস সচিব, মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক সৈয়দ শাজাহান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। গত ২৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দ শাজাহানের ভাতিজা সৈয়দ শফিউল আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরের পর থেকে চাচার অবস্থার অবনতি হয়। বিকেলে অক্সিজেন লেভেল একেবারে কমে যায়। তার মরদেহ জামালপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই জানাজা শেষে দাফন করা হবে।
সৈয়দ শাজাহান দৈনিক ইত্তেফাকে প্রায় ৪৫ বছর সাংবাদিকতা করেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন। সৈয়দ শাজাহান কচি-কাঁচার আসরের অন্যতম প্রতিষ্ঠাতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে সৈয়দ শাজাহানের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। ২৩ এপ্রিল রাত আড়াইটার দিকে ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।