মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী পথে যাত্রা শুরু করা ৫তারকা মানের বিলাসবহুল প্রমোদতরী এম,ভি গঙ্গা বিলাস এখন সুন্দরবনের অভ্যন্তরে ভ্রমণে রয়েছেন। রবিবার সকাল ৭টায় মোংলা বন্দর জেটি থেকে ছেড়ে বিদেশী পর্যটকবাহী ক্রুজটি সুন্দরবনে প্রবেশ করে।
এম,ভি গঙ্গা বিলাসের ট্যুর অপারেটর জার্নি প্লাস'র প্রধান নির্বাহী তৌফিক রহমান বলেন, রবিবার সুন্দরবনের হাড়বাড়ীয়া, কটকা ও জামতলা সী বীচ ভ্রমণ করবেন। এরপর রাতে মোংলা হয়ে যাবেন বাগেরহাটের মোড়েলগন্জে। সেখান থেকে ৬ ফেব্রুয়ারী জাহাজটি যাবে বরিশালে। বরিশালের স্বরুপকাঠী ও বানারীপাড়ায়। সেখানে ভাসমান সবজি ক্ষেত ও পেয়ারা বাগান ঘুরে দেখবেন পর্যটকেরা। বরিশাল থেকে ৭ ফেব্রুয়ারী ঢাকার বৈদ্য বাজারের উদ্দেশ্যে রওনা হবে জাহাজটি। ৭ ও ৮ ফেব্রুয়ারী ঢাকার ঐতিহাসিক স্থানে যাবেন বিদেশীরা। ৯ ও ১০ ফেব্রুয়ারী ঢাকার আরিচা ও আরিচার ইলিশ বাজারে যাবেন দর্শনার্থীরা। ১১ ফেব্রুয়ারী ঢাকা থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতুর উদ্দেশ্যে যাবে এ ক্রুজটি। পরে সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইলে যাবে গঙ্গা বিলাস। ১২ ফেব্রুয়ারী কুড়িগ্রামের চিলমারী ভ্রমণ ও ১৩ ফেব্রুয়ারী চিলমারীতে ইমিগ্রেশনের কাজ শেষে ১৪ ফেব্রুয়ারী যাবে রংপুর। রংপুরের পর্যটন কেন্দ্র ঘুরে ১৫ ফেব্রুয়ারী ফিরে চিলমারী ক্রস করে ভারতের আসামের ধুবরির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে গঙ্গা বিলাস। আসামের বিভিন্ন স্পট ঘুরে ১লা মে আসামের দিপড়ুগড়ে গিয়ে ভ্রমণের সমাপ্তি হবে। গঙ্গা বিলাস ভারতের বানারসি থেকে ২৭জন সুইজারল্যান্ড ও ১জন জার্মানি পর্যটক নিয়ে বাংলাদেশ-ভারতের ২৭টি নদী পথে ৫১দিনের ট্যুরে যাত্রা শুরু করে। এ যাত্রায় ৩২০০ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে উভয় দেশের ৫০টি পর্যটন স্পট ভ্রমণ করবে গঙ্গা বিলাস।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত