
রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগ পূর্বপাড়া গ্রামে তুচ্ছ ঘটোনাকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটোনা ঘটেছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায় বুধবার সকাল ১০টার দিকে একই এলাকার হাকিম শেখের নেতৃত্বে ২০-২৫ জন প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজাল সরদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় রূপসা থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের সদস্য কালাম সরদার বলেন, অজ্ঞাত কারণে হাকিম শেখের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী আমাদের বাড়িতে হামলা চালিয়ে বসত ঘর ভাঙচুর ও নগত অর্থসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। আমরা কোন পুরুষ মানুষ বাড়িতে ছিলাম না। থাকলে আমাদের হত্যা করত। আমি আইন-শৃংখলা বাহিনীর প্রতি তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি করছি। পার্শ্ববর্তী বাড়ির আঃ মান্নান শেখের স্ত্রী হোসনেয়ারা জানান কিছু বুঝে উঠার আগে একদল লোক কালাম এবং আশ্বাবের নামধরে ডাকতে-ডাকতে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। জাকিরের স্ত্রী আমিনুর জানান, বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে, পুরুষ মানুষ থাকলে তাকেও মারধর করত।