খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনা-৩ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন খানজাহান আলী থানা এলাকার প্রয়াত আওয়ামী লীগ নেতা-কর্মীদের কবর জিয়ারত এবং দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার সকালে তিনি খানজাহান আলী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আব্দুল মতলেব মোড়ল, প্রয়াত আবুল কালাম আজাদ, প্রয়াত কাজী আকবার আলী, বেগ আনিছুর রহমানসহ যোগিপোল কবরস্থানের কবর জিয়ারত করেন। পরে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘‘যারা দলের দুঃসময়ে আওয়ামী লীগের পাশে থেকে দলকে সুসংগঠিত করেছে, যাদের ত্যাগের বিনিময়ে দল আজ সুসংগঠিত হয়েছে সে সকল নেতাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদেরকে স্বরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনার মধ্যে দিয়ে আমার নির্বাচনি যাত্রা শুরু করতে এ কর্মসুচি। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সু-সময়ে অনেক বন্ধু মিলবে কিন্তু আমাদের মনে রাখতে হবে যারা মুখে নৌকা আর অন্তরে ভিন্ন আদর্শ ধারণ করে এ সকল ব্যক্তিরা যাতে দলকে ক্ষতি গ্রস্থ করতে না পারে। তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করতে বিএনপি-জামায়াত চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্র যাতে বাস্তবায়ন করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকে আরো বেশি সজাগ ও সচেতন থাকতে হবে।’’
এ সময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, সহ-সভাপতি মোড়ল আনিসুর রহমান, মহানগর সদস্য গোলাম মোস্তফা, থানা আ’লীগ নেতা সুরুজ্জামান হানিফ, মনির শিকদার, শেখ কামাল আহমেদ, মো. সেলিম রেজা, মাষ্টার শাহজাহান হাওলাদার, হাবিবুর রহমান, ৩৩নং ওয়ার্ড ্আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ইউসুফ আলী খলিফ, মোঃ শাকিল আহমেদ, এফ এম জাহিদ হাসান জাকির, থানা যুবলীগর আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, যুগ্ন আহবায়ক ওলিয়ার রহমান রাজু, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু, লিয়াকত মুন্সি, কামরুজ্জামান, বাবুল হোসেন, হোসেন আলী হাওলাদার, তরিকুজ্জামান মনির, মাস্টার মতিয়ার রহমান, আবু হেনা বাবলু, শাহারা ইরানী পিয়া, রুমা খন্দকার মুন্নি, কাজী গোলাম রব্বানী, কাজী আনোয়ার হোসেন, শেখ সেলিম, আকতার শিকদার, খালেক মাস্টার, মুক্তিযোদ্ধা বাবর আলী, শেখ তরিকুল ইসলাম, নুরুল ইসলাম ঢালী, মাসুদ পারভেজ সোহেল, পারভেজ আলম, মনির হোসেন দারা, মোঃ শামিম, বকুল কাজী, মোঃ হানিফ, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, মোঃ রফিক, মনির হোসেন,শাহ হাফিজুর রহমান, সাহারা জলি খানমসহ খানজাহান আলী থানা, ২ ও ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত