ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে মরহুমের কবর জিয়ারত ও দুপুরে বাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শেখ মাহাবুর রহমান, বিএনপি নেতা খান শফিকুল ইসলাম, জিয়াউর রহমান জীবন, আরিফ হোসেন, জোনাব আলী ঢালী,মুনসুর শেখ, আকরাম হোসেন,খলিলুর রহমান,ডাক্তার জিয়াউর রহমান, শেখ শাহনেওয়াজ হোসেন, আলী রসুল খান সহ অনেকে। দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ মতিয়ার রহমান।