জন্মভূমি ডেস্ক : ঈদের দুই সিনেমা দিয়ে বেশ প্রশংসা কুড়ালেন জনপ্রিয় অভিনেত্রী বুবলি। এবার ঈদে মুক্তি পায় তার অভিনীত দুটি সিনেমা। এরমধ্যে ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনি অভিনয় করেন। এ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলেছে। এর বাইরে বুবলির ‘লোকাল’ সিনেমাটিও দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। এ সিনেমার ‘খেলা হবে’ গানটিও দর্শকের মুখে মুখে শোনা যায়। এতে তিনি আদর আজাদের সঙ্গে জুটি বাঁধেন। তারা প্রথমবার ‘তালাশ’ সিনেমার মাধ্যমে দর্শকের সামনে আসেন। দ্বিতীয়বার এসেও দর্শকের মনে দাগ কেটেছেন।
ঈদের দুই সিনেমা নিয়ে বুবলি বলেন, ‘সুপারস্টার শাকিব খান অনেক বছর ধরে আমাদের সিনেমা একাই টেনে নিয়ে যাচ্ছেন। তার সঙ্গে কারও তুলনা চলে না। তার বিপরীতে অভিনয় করে চলচ্চিত্রে এসেছি। আমাদের পর্দায় রসায়ন বেশ ভালো।’ তিনি আরও বলেন, ‘আদর আজাদের সঙ্গে তালাশ সিনেমায় প্রথম আমাকে দেখেছেন দর্শক। প্রথম সিনেমাতে দর্শক বেশ প্রশংসা করেছেন। এবার ঈদে লোকাল সিনেমাটির কথা অনেকেই বলেছেন।