জন্মভূমি ডেস্ক : তীব্র তাপদাহের কারণে বন্ধ থাকা সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলছে রোববার (১১ জুন) থেকে। এর আগে তাপদাহের কারণে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এরপর মঙ্গলবার (৬ জুন) থেকে বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত ইবতেদায়ি মাদ্রাসা বন্ধ রাখার কথা জানানো হয়। অন্যদিকে, গত বৃহস্পতিবার (৮ জুন) মাধ্যমিকের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছিলেন, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৮ জুন বন্ধ রাখার নির্দেশের বিষয়ে বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী পাঁচ থেকে ছয়দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। যে কারণে বৃহস্পতিবার দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।