এম সাইফুল ইসলাম : কেসিসি নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী আর্কিটেক্ট মৌসুমী আক্তার বর্ণা। তিনি কেসিসি নির্বাচনে সংরক্ষিত ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তার নির্বাচনী এলাকা নগরীর ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড। তিনি প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী দীর্ঘদিনের কাউন্সিলর আমেনা হালিম বেবি ও মহানগর যুবলীগ নেত্রী রোজি ইসলাম নদী।
মৌসুমী আক্তার বর্ণা জন্মগ্রহণ করেন ১৯৯৪ সালের ৩০ জুন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ২৭ বছর। কেসিসি নির্বাচনে হলফনামা অনুযায়ী এবারের নির্বাচনে তিনি সর্বকনিষ্ঠ প্রার্থী।
মৌসুমী আক্তার বর্ণা জন্মভূমিকে জানান, দীর্ঘদিন ইউএনডিপি’র প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের সাথে কর্মরত ছিলাম। এ সময় আমি ১৬নং ওয়ার্ডের এলাকাবাসীর পাশে থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ করেছি। আমি সকলের দোয়া ও আশির্বাদে নির্বাচিত হলে সকল প্রকার নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে চাই। তিনি আরও বলেন, সংরক্ষিত মহিলা আসন-০৬ (ওয়ার্ড নং-১৬, ১৭ ও ১৮) এর একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল আসন। এই আসনে নারীদের অন্যতম সমস্যা হলো- বাল্য বিবাহ, বিবাহ বিচ্ছেদ, অবহেলিত ও নির্যাতিত নারীদের আইনী সহায়তা প্রদানের ব্যবস্থা করবো। বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে চাই। বিগত দিনে এ সকল সেবা আমি আমার ১৬নং ওয়ার্ডবাসীদের প্রদান করে এসেছি। বয়স্ক, অস্বচ্ছল নারী-পুরুষ উভয়কে সরকারি বিভিন্ন ভাতা দেওয়ার ব্যবস্থা করবো। অস্বচ্ছল গর্ভবতী নারীদের সঠিক তালিকা করে সরকারি অনুদানের ব্যবস্থা করবো। এলাকার প্রতিবন্ধী শিশুদের তালিকা করে সরকারি ভাতার আওতায় আনতে চাই।