
বিজ্ঞপ্তি : জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গণে রথযাত্রা উৎসবের চতুর্থ দিন ২৩ জুন’২৩ শুক্রবার। দিনের শুরুতে ঊষা কীর্তন, বাল্যভোগ, মধ্যাহ্নে ভোগরাগ, সন্ধ্যা আরতি, শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, নাম কীর্তন এবং প্রসাদ বিতরণ করা হয়। দোলাখোলা শীতলাবাড়ী মন্দিরস্থ গীতা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাম কীর্তন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খালিশপুর থানার সাধারণ সম্পাদক দীপক কুমার দত্ত এবং পরিচালনা করেন সদর থানার সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক গোপী কিষণ মুন্ধড়া। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা পরিষদের সহ-সভাপতি রতন মিত্র, সাধারণ সম্পাদক বিমান সাহা, ধর্মানুরাগী ও সমাজসেবক রাজীব কুমার দত্ত। উপস্থিত ছিলেন কালিপদ কুণ্ডু, এড. বিজন কৃষ্ণ মণ্ডল, এড. আনন্দ কুমার ঘোষ, শ্যাম ভক্ত, কাঞ্চন কুমার বোস, অলোক কুমার কুণ্ডু, প্রকাশ অধিকারী, মিতা বাগচি, প্রমিলা রায়, সুরেশ আগরওয়ালা, মুকেশ রাম, অনিমেষ সরকার রিণ্টু, সরজিৎ কর্মকার, সুশান্ত ব্যানার্জী, পলাশ সাহা, সত্যপ্রিয় সোম বলাই, শ্যামসুন্দর হালদার, শ্যামল সাহা, মিণ্টু সাহা, জগদীশ চন্দ্র দাস, তুষার কান্তি সাহা, অজয় বকসি, রথীন্দ্র নাথ সরকার বাপ্পী, গোপাল ঘোষ, প্রশান্ত ঘোষ, সুমন দাস, কার্তিক সাহা, সনৎ বকসি, মানিক শীল, রাজু শীল প্রমুখ। আগামীকালকের বিশেষ আকর্ষণ দেশবরেণ্য ভাগবত পাঠক রাজবাড়ী কালুখালী নিবাসী শ্রীগোপাল গোস্বামী শ্রীমদ্ভাগবত পাঠ করবেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ পরিচালনায় এবং শ্রীশ্রী সত্যনারায়ণ মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণভাবামৃত সংঘ (ইসকন) খুলনা শাখার আয়োজনে আগামী ১ জুলাই পর্যন্ত প্রেমকাননে ধর্মীয় মেলা, প্রত্যহ নিত্যপূজা, সন্ধ্যারতি, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ চলমান থাকবে।