কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারসংলগ্ন এলাকা থেকে ভুয়া গোয়েন্দা পুলিশের কনস্টেবল পারভেজ সুমনকে (২৭) আটক করেছে পুলিশ। প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে তিনি গ্রেফতার হন।
সোমবার সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ সুমন ওরফে ফরহাদ সানার সঙ্গে মোবাইলে পরিচয় সূত্রে দীর্ঘ দিন কথা হয় ঘুগরাকাটি বাজারের এক হোটেল দোকান ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে। সে নিজেকে গোয়েন্দা পুলিশ সদস্য পরিচয় দিয়ে কথা বলতেন। দীর্ঘ দিন কথা বলার পর তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। রোববার রাতে প্রেমিকাকে দেখতে তার বাড়ি ঘুগরাকাটি বাজারের পাশে এলে স্থানীয় জনগণ তাকে আটক করে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে তার কাছে জিজ্ঞাসাবাদ করলে, তিনি ভুয়া গোয়েন্দা পুলিশের বিষয়টি স্বীকার করেন। এর আগেও সে বিভিন্ন সময় মানুষের সাথে এ ধরনের প্রতারণা করে আসছে বলে অভিযোগ রয়েছে। পারভেজ সুমন পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামের জালাল উদ্দিন সানার পুত্র।
কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।