কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন 'প্রেসক্লাব কয়রা'র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১টায় প্রেসক্লাবের অস্থায়ি কার্যালয়ে প্রথম আলোর সাংবাদিক ইমতিয়াজ উদ্দীনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সাংবাদিকদের সম্মতিতে দৈনিক সমকালের সাংবাদিক শেখ হারুন অর রশিদকে আহ্বায়ক, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক শেখ সিরাজুদ্দৌলা লিংকনকে যুগ্ম আহ্বায়ক ও দৈনিক খোলা কাগজের সাংবাদিক কামাল হোসেনকে সদস্যসচিব ঘোষনা করা হয়। সভায় দ্রুত সয়ের মধ্যে কয়রায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত