ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশে গোডাউন মোড় এলাকায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অফিসের দুইজন নৈশ্যপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় রবিবার (১২ অক্টোবর) রাতে ওই অফিসের এডমিন ম্যানেজার মঞ্জুরুল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪জনকে আসামী করে থানায় একটি দস্যুতা মামলা করেছেন। যার নং-৯, তারিখ-১২/১০/২০২৫ইং। পুলিশ ও কর্তৃপক্ষ জানান, রবিবার ভোররাত ৪টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্তরা ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফকিরহাট অফিসের পিছনের দরজার শিকল কেটে ভেতরে প্রবেশ করে। নৈশ্যপ্রহরীরা টের পেয়ে গেলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে শেখ আরিফুল ইসলাম ও সোহেল শেখকে মুখ ও হাত বেঁধে রাখে। এরপর অফিসের ড্রয়ের তালা ভেঙ্গে নগদ ৫লাখ ৮হাজার টাকা, দুইটি ল্যাপটপ, দুইটি প্রিন্টার, ৬টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে নৈশ্যপ্রহরীরা ৯৯৯ ফোন দিলে তাৎক্ষনিক ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফকিরহাট অফিসের নৈশ্যপ্রহরী শেখ আরিফুল ইসলাম ও সোহেল শেখ জানান, তাদের পিস্তলের ভয় দেখিয়ে জিম্বি করে রাখে। এসময় দুর্বৃত্তরা তাদের মারপিট করে জোরপূর্বক মোবাইল ফোন কেড়ে নেয়। খুলনা ইনটিগ্রেটেড সিকিউরিটি সার্ভিস লিমিটেডের সিকিউরিটি অফিসার মো. জুবায়ের হাসান জানান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফকিরহাট অফিসের নৈশ্যপ্রহরীদের বেঁধে রেখে দুর্বৃত্তরা নগদ টাকাসহ, দুইটি ল্যাপটপ, দুইটি প্রিন্টার, ৬টি মোবাইল ফোন নিয়ে গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো: শিবলী নোমান জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ইউনিলিভার অফিসের ঘটনায় দস্যুতা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি তদন্তধিন রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত