ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মনির সেখ (৪৪) নামে এক মাদককারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একটি দল উপজেলার বারাশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় আটক মাদককারবারি মনির সেখের দেহ তল্লাশী করে ১৮পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত