ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের তেকাটিয়া এলাকা থেকে পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ মো: আরফিল হোসেন টুটুল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শুভদিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সঞ্জিব কুমার পালের নেতৃতে পুলিশের একটি দল তেকাটিয়া এলাকায় অভিযান চালিয়ে মো: আরফিল হোসেন টুটুলকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে ১৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে গ্রেফতার মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মো: আরফিল হোসেন টুটুল তেকাটিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন ইয়াসহ গ্রেফতার মাদক কারবারিকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।