ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে শানজিদুল ইসলাম সেতু (১৯) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার বিকেলে উপজেলার আট্টাকী গ্রামস্থ তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম আহসান। গ্রেপ্তার শানজিদুল ইসলাম সেতু বাগেরহাটের চাপাতলা গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফকিরহাট থানার আট্টাকী গ্রামস্থ মোস্তফা আলী মোল্লার বাড়ির ভাড়াটিয়া শানজিদুল ইসলাম সেতুর হেফাজতে থাকা ১০০ পিচ ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত