
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে এজি চার্চে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কলকলিয়া এজি চার্চে প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। এসময় শিশু-কিশোরদের অংশ গ্রহনে কেক কেটে বড় দিনের আনন্দ ভাগাভাগি করা হয়। এরপর পরিবেশিত হয় বিশেষ ধর্মীয় গান। পরে প্রার্থনা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত করা হয়। আলোচনা সভায় বক্তারা যীশু খ্রিষ্টের জীবন ও তার মানবকল্যানমূলক আদর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকলিয়া আশীর্বাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার (তরুন), কলকলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অমলেন্দু বিশ্বাস, চার্চ সদস্য অনিমা বিশ্বাস, গোপাল মজুমদার, কলকলিয়া আশীর্বাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারের প্রধান শিক্ষক মাধুরী মন্ডল, সহকারী শিক্ষক ইন্দ্রজিৎ হালদার, শুভংকর বিশ্বাস, মমতা মন্ডল, নয়নী মন্ডল, তমাল সরকার, তমালিকা সরকার সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী।

