ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া শহীদ স্মৃতি কলেজের একাদশ শ্রেনির ছাত্র ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর বাগেরহাট জেলা শাখার সদস্য অনিক অধিকারী হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাগেরহাট জেলা শাখার আয়োজনে শনিবার বিকেল ৪টায় কাটাখালী মোড় চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দিপঙ্কর কুমার সাহা। সভাপতিত্ব করেন জেলা সভাপতি এড. মহিউদ্দন শেখ। সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ দেবনাথের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, আবুল কালাম খান, জর্না শিকদার, নিহত অনিকের বাবা আকুল অধিকারী, মাতা সুমিত্রা অধিকারীসহ অন্যান্যরা।
এসময় বক্তারা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অনিক হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার দাবি করেন। মানববন্ধনে অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহন করেন।
নিহত অনিকের পরিবার জানান, ফকিরহাট উপজেলার বেতাগার কুমারখালী গ্রামের দরিদ্র কৃষক আকুল অধিকারীর ছেলে ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর বাগেরহাট জেলা শাখার সদস্য কলেজ ছাত্র অনিক অধিকারী গত ২২ জানুয়ারি নিখোঁজ হন। নিখোঁজের এক সপ্তাহ পর গত ২৯ জানুয়ারি সকালে বেতাগা ইউনিয়নের বিঘাই এলাকার একটি মৎস্য ঘের থেকে ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ দিন রাতেই নিহতের পিতা আকুল অধিকারী বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে আরো জ্জ জন অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই রাতেই এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।