ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় একদিনের কৃষক প্রশিক্ষণ ও ৪০জন কৃষককে ভুট্টা মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় অনুষ্ঠিত প্রশিক্ষণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নুসরত জাহান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায়, প্রদীপ কুমার মন্ডল, দেবদাস বালা, বিপ্লব দাশ, সোলাইমান মন্ডল সহ বিভিন্ন কর্মকর্তা ও কৃষক-কৃষাণী।