
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর সাথে কৃষি উদ্যোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বিকেল ৪টায় অত্র ব্যাংকে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউসিবির ফকিরহাট শাখা ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবির ফাষ্ট এসিষ্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ইউনিট হেড এগ্রি ক্রেডিট মো. মাহফুজ কামাল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেণ ফকিরহাট শাখার সহ-ব্যবস্থাপক মো. আরিক বিল্লাহ খান, ঋণ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ সহ অন্যান্য কর্মকর্তা ও ৬০জন কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষি ও মৎস্য ঋণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় কৃষি উদ্যোক্তারা বিভিন্ন সমস্যা ও সুবিধার কথা তুলে ধরেন।