ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপি কৃষি মেলার সমাপনী অনুষ্ঠান শনিবার (১০ জুন) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহীনুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল পাল প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।