ফকিরহাট প্রতনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের বুড়িবটতলা এলাকায় মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এর উদ্যোগে ২য় তম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে। মিনা ষ্টোরের আয়োজনে সকাল ১০ টায় নিজাম শেখের বাড়ির উঠানে মহল্লার সকল শিক্ষার্থী কিশোর কিশোরীদের নিয়ে কুরআন তেলায়াত, ইসলামি সংগীত পরিবেশন, দৌড় ও বালিশ বদল,বিস্কুট খেলা,কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পরে গান ও দড়া টনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কামরুজ্জামান এ্যাপলু,ওহিদুল ইসলাম,মোঃ ওমর আলী,ছাদিক, সোয়েব,রাজু শেখ প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ।