
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেল ৫টায় মুলঘর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহেম্মদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। প্রধান বক্তা ছিলেন ইভেন্ট ও প্রকাশনা উপ-কমিটি এবং বিএনপির রিসার্স সেলের আহবায়ক আমীর আমজা শাথিল। উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজি মইন উদ্দিন মেরুর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোল্লা রাজু আহেম্মদ, সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর কবির, বিশিষ্ট সমাজসেবক আমীন উল্লাহ বাবলা, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাই ফারাজী, শেখ শরিফুল ইসলাম, এ্যাড: মাসুম বিল্লাহ, মুক্তাদির হোসেন, রবিউল ইসলাম, আবু সুফিয়ান ও মিরাজুল ইসলাম রাজসহ বিভিন্ন নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন খতিব হাফেজ মো: মনিরুল ইসলাম মন্টু। অপরদিকে, একই দিন দুপুরে উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয় চত্তরে অনুরুপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, নোমান আল মেহেদী, বিএনপি নেতা কবির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ সালাম, কৃষকদল নেতা আউব চৌধুরী, যুবদল নেতা রফিকুল ইসলাম প্রমূখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত