মান্না দে, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে কলকলিয়ার বানিয়াখালী কালিগঙ্গা নদীতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণে তৈরী করা হয়েছে মৎস্য অভয়াশ্রম। এটি মাছের নিরাপদ আশ্রয় এবং প্রজননের জন্য একটি সংরক্ষিত এলাকা বলে মনে করছেন উপজেলা মৎস্য অধিদপ্তর। এতে দেশীয় মাছের ঘাটতি কমে যাবে বলে জানান কর্মকর্তারা।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কলকলিয়ার বানিয়াখালী কালিগঙ্গা নদীতে এক হেক্টর এলাকা জুড়ে স্থাপন করা হয়েছে এই মৎস্য অভয়াশ্রম। দেশীয় প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে, খাল-বিল, নদী-নালা, ও বিভিন্ন জলাশয়ে অবৈধভাবে জাল দিয়ে মাছ ধরার কারনে এসব দেশীয় মাছ বিলুপ্তি হয়ে যাচ্ছে। যে কারনে এই অভয়াশ্রম তৈরী করা হয়েছে। এখানে নিরাপদে মাছের বংশ বিস্তার করতে পারবে। এটি দেখভাল করার জন্য স্থানীয়ভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। তারাই এটাকে দেখভাল করে থাকেন।
মৎস্য চাষী সুধাংশু বাকচী ও খোকন বিশ্বাসসহ স্থানীয় কয়েকজন মৎস্য চাষী জানান, কালিগঙ্গা নদীতে মাছের অভয়াশ্রম করায় অনেক উপকার হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধিতে অনেক ভাল হবে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ নিরাপদে বংশ বিস্তার করতে পারবে। এতে দেশীয় মাছে অভাব পুরন হবে।
স্থানীয় শিক্ষক দেবাশীষ রায় জানান, দেশীয় প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এখানে মৎস্য অভয়াশ্রম করায় মাছের বংশ বৃদ্ধিতে সহায়তা করবে। এই অভয়াশ্রম করায় এলাকার লোকজনের অনেক উপকার হয়েছে। তবে আরো গভীর পানিতে মৎস্য অভয়াশ্রম করা হলে বেশী ভাল হবে বলে তিনি জানান।
ফকিরহাট সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ বলেন, মৎস্য অভয়াশ্রম হলো মাছের নিরাপদ আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র, যেখানে মাছ ধরা নিষিদ্ধ থাকে। এটি মাছের প্রজাতি সংরক্ষণ এবং তাদের বংশবৃদ্ধি করার জন্য গুরুত্বপূূর্ণ স্থান। ফকিরহাট উপজেলার বানিয়াখালী কালীগঙ্গা নদীতে এক হেক্টর এলাকা জুড়ে স্থাপন করা হয়েছে এই মৎস্য অভয়াশ্রম। এটা করায় দেশীয় মাছ খাবারের চাহিদা এবং পুষ্টি ও আমিষের চাহিদা মেটাতে সক্ষম হবে। মাছের পাশাপাশি শামুক ও ঝিনুকেরও নানা প্রকার উপযোগিতা রয়েছে। সকলের দেশীয় মাছ এবং শামুকের বিস্তার ও সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে বলে এ কর্মকর্তা জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত