
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে চাঞ্চল্যকর এনজিও কর্মীকে সংঘবদ্ধ গণধর্ষণ এবং আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারনা মামলায় একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে চুয়াডাঙ্গার মেহেরপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর একটি দল। গত বৃহস্পতিবার রাতে গ্রেফতারকৃত আসামি ফিরোজ নিকারী (২৯) কে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সে খাজুরা গ্রামের মিরাজ নিকারীর ছেলে।
র্যাব-৬ এর মিডিয়া সেল জানান, ভিকটিম একজন এনজিও কর্মী। সে বাগেরহাট জেলার ফরিকরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া এলাকার ভাড়া বাড়িতে থাকতেন। ২০২০ সালের ১০ অক্টোবর রাত ২টার দিকে আসামিরা সুকৌশলে ওই এনজিও কর্মীর ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এ সময় ওই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা সহ তার গলায় ও কানে থাকা স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মালামাল লুটপাট করে। এরপর আসামিরা ভিকটিমকে জোরপূর্বক সংঘবদ্ধ গণধর্ষণ করে এবং তাদের অন্য এক সহযোগী সে ভিডিও মোবাইল ফোনে ধারণ করে।
এ বিয়য়ে ভুক্তভোগী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় ঘটনার সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।
এ ঘটনার গত ২ এপ্রিল বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত উক্ত গণধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামি ফিরোজ নিকারীকে যাবজীবন সশ্রম কারাদণ্ড এবং নগদ একলক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
র্যাব-৬ (সদর কোম্পানি) এবং সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গাা জেলার মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত গণধর্ষণ মামলার ২নং পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজ নিকারী (২৯) কে গ্রেফতার করে।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, র্যাবের হাতে গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামিকে গত বৃহস্পতিবার রাতে থানায় হস্তান্তর করেছে। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হবে।