ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আধা কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি সিরাজুল নিকারী (২৭) উপজেলার চাকুলী গ্রামের নুরুল হক নিকারীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক মেহেদী হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল চাকুলী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি সিরাজুল নিকারীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবির বলেন, মাদকসহ গ্রেপ্তারকৃত কামদ কারবারির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত