ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট মডেল থানার মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ শেখ ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি শেখ ইসলাম উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের বালিয়াডাংগা গ্রামের শেখ মান্নানের ছেলে।
সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীরের নির্দেশনায় একটি অভিযান পরিচালিত হয়। এসআই মেহেদী হাসান মিশনের নেতৃত্বে এসআই মানিক রাজবংশী ও সঙ্গীয় ফোর্স বালিয়াডাংগা গ্রামের আব্দুল রশিদের বাড়ির সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনভাবে অবস্থানরত এক যুবককে তল্লাসী করেন। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক গ্রেপ্তার করা হয়।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, গ্রেপ্তারকৃত শেখ ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।