ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে গোয়ালবাড়ী ৫২তম শ্যামা পূজা উপলক্ষে স্বর্গীয় রাজেন্দ্রনাথ রায় ও স্বর্গীয় গোলাপী রানী রায়ের স্মৃতি রক্ষার্থে বস্ত্র বিতরণ ও ধর্মীয় গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় শতাধিক দরীদ্র নারীদের মাঝে নতুন শাড়ী বিতরণ করা হয়।
স্বর্গীয় রাজেন্দ্রনাথ রায় ও স্বর্গীয় গোলাপী রানী রায়ের পরিবারের আয়োজনে রোববার রাত ৯টায় মূলঘরের গোয়ালবাড়ী বনানী কুঞ্জ চত্ত্বরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক অর্দ্ধেন্দু রায়।
স্থানীয় ইউপি সদস্য কালীপদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই, আয়োজক পরিবারের অপূর্ব রায়, অনিমেষ রায়, অরুপ রায় সহ অসংখ্য দর্শনার্থী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
ফকিরহাটে গোয়ালবাড়ী শ্যামা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ
Leave a comment