ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের জয়পুর এলাকার এক বাড়ির গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি ফকিরহাট মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
পুলিশ ও পরিবার জানান, রোববার দিবাগত গভীর রাতের কোন এক সময় জয়পুর গ্রামের এনামুল কবীরের গোয়ালঘর থেকে দু’টি গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে জানান গরুর মালিক এনামুল কবীর।