ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ৫১ তম বাংলাদেশ জাতীয়স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির (গ্রীস্মকালীন) ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আছাদুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আছাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক মল্লিক আ. সাত্তার প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত