ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ নিবাসী বিশিষ্ট ঘের ব্যবসায়ি আব্দুল কুদ্দুস শেখ (বড় মিয়া) জমাজমি সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। তিনি বুধবার দুপুর ১২টার দিকে মৌভোগ নিজ বাসবভনে লিখিত বক্তব্যে সংবাদকর্মিদের জানান, জমাজমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। এতে তার মানসম্মন ক্ষুন্ন হচ্ছে। তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন ২০১১ সালের দিকে আলী হোসেন নামে মৌভোগ নিবাসি এক ব্যক্তির নিকট থেকে ৬২শতক জমি ক্রয় করেন। কিন্তু আলী হোসেন ওই ৬২ শতক জমি বিক্রির শর্তে এখন তিনি অন্যত্র ১০ বিঘা জমি দাবী করছেন। ৬২শতক জমি বিক্রি করার শর্তে ১০ বিঘা জমি দেওয়ার কথা ছিল এমন অভিযোগে আলী হোসেন লোকজন নিয়ে সম্প্রতি মৌভোগ এলাকায় একটি মানববন্ধন করেন। যা কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
কুদ্দুস বড়মিয়া সংবাদকর্মিদের বলেন আমি ২০১১সালের দিকে আলী হোসেনের নিকট থেকে ৬২শতক জমি ক্রয় করি। কিন্তু এর বাবদ তাকে ১০বিঘা জমি দিতে হবে এমন কোন শর্ত ছিলনা বলে জানান।
১০ বিঘা জমি দাবীদার আলী হোসেন জানান, কুদুস বড়মিয়ার নিকট ২বিঘা জমি বিক্রি করা হয়। এই শর্তে ওই ২বিঘা জমির পরিবর্তে অন্যত্র থেকে ১০বিঘা জমি দিতে হবে। তবে ১০বিঘা জমি দেওয়ার বিষয়ে কোন প্রমাণ তিনি দেখাতে পারেনি। তিনি বলেন এটি মৌখিকভাবে কথা হয়েছিল।
এদিকে আব্দুল কুদ্দুস শেখ বড়মিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো সহ মানববন্ধন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি এ ব্যাপারে আইনের সহায়তা নেবেন বলে জানান।
ফকিরহাটে ঘের ব্যবসায়ি কুদ্দুস বড়মিয়ার সংবাদ সম্মেলন

Leave a comment