
জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের ফকিরহাটে চাঞ্চল্যকর একটি ধর্ষন মামলার প্রধান আসামী আরাফাত হোসেন জনি (৪৫) কে গ্রেফতার করেছে খুলনা র্যাব -৬ এর সদস্যরা। গোপন খবরের ভিত্তিতে খুলনা র্যাব-৬ (সদর কোম্পানি) একটি চৌকস আভিযানিক দল বুধবার রাতে রূপসার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে জনি কে গ্রেফতার করে। আরাফাত হোসেন জনি খুলনা রূপসা এলাকার বাসিন্দা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষনের ঘটনা স্বীকার করেছে। গ্রেফতারকৃত জনি কে বৃহস্পতিবার সকালে বাগেরহাটের ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বৃহস্পতিবার সকালে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, গত ০২ জুলাই ২০২৩ বিকেলে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের বেতাগা গ্রামের ভাড়াকৃত বাসায় ভিকটিম অবস্থান কালে আসামী আরাফাত হোসেন জনি ও তার সহযোগী বাবু জিলানী সেখানে যায়। কারন ভিকটিম আসামী জনির তালাকপ্রাপ্ত স্ত্রী। তখন আসামী জনি ভিকটিমের কন্যার বাসায় দরজা খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে এবং বাবু জিলানী বাসার পিছনে অবস্থান করে। বাসা ফাকা থাকায় আসামী ভিকটিমের হাত ধরে টানাটানি করে ও শারীরিকভাবে নির্যাতন করে এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে আসে পাশের লোকজন আসলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করায়। পরে ভিকটিম বাদী হয়ে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় আসামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং ধর্ষণের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে উক্ত মামালার অন্যতম আসামী আরাফাত হোসেন জনি খুলনা জেলার রুপসা থানা এলাকায় অবস্থান করছে। পরে তাকে গ্রেফতার করা হয়।