ফকিরহাট প্রতিনিধি: “ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ইঁদুর দমন অভিযান শুরু হয়েছে।
উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে জাতীয় ইঁদুর দমন অভিযানের শুভ উদ্বোধন করেন অনুষ।টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহানের সঞ্চালনায় অনুষ।টানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপসগকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায়, বিপুল পাল, কৃষক সিদ্দিক মোড়ল প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
ফকিরহাটে জাতীয় ইঁদুর দমন অভিযান শুরু
Leave a comment