ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা মুক্তিসেবা সংস্থা (কেএমএসএস) ফকিরহাট শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি পালন করে।
এর আগে মঙ্গলবার দুপুরে ফকিরহাট শাখা অফিসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অফিস চত্ত্বরে গাছের চারা রোপন ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার বাগেরহাট অঞ্চলের এরিয়া ম্যানেজার শেখ আল-আমিন, ফকিরহাট তুষার কান্তি মজুমদার, শাখা ব্যবস্থাপক রামপাল শাখা ব্যবস্থাপক এনামুল শিকদার, ডিএসবির উপপরিদর্শক (এসআই) আ. হাকিম, স্থানীয় ইউপি সদস্য শেখ আ. রহমান প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. হাফেজ মো. আমজাদ হুসাইন। শেষে তাবারক বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত