
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। সহকারী সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন প্রমূখ। এসময় ১০জন উপকারভোগীকে ২লাখ ৪০হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরন করা হয়। এছাড়াও দুইজনকে প্রতিবন্ধী কার্ড প্রদান করা হয়েছে।

