
মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জ্বর, সর্দির প্রকোপ দেখা দিয়েছে। মানুষের মাঝে বাড়ছে ডেঙ্গ আতঙ্ক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন ক্লিনিকে জ্বরের রোগীর চাপ বেড়েছে। জ্বর হলে রক্ত পরীক্ষার পরামর্শ প্রদান করেছে স্বাস্থ্য বিভাগ।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগের দেওয়া তথ্য মতে, হাসপাতালে প্রতিদিন শতাধিক বিভিন্ন বয়সের মানুষ আসছে জ্বরের উপসর্গ নিয়ে। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশী। গত ২৪ ঘন্টায় হাসপাতালের বহিঃবিভাগ ও জরুরী বিভাগে বিভিন্ন রোগে চিকিৎসা নিতে এসেছে ৫ শতাধিক রোগী। এদের মধ্যে অনেকেই জ্বর ও সর্দি উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছেন। গত এক সপ্তাহে ফকিরহাট হাসপাতাল থেকে জ্বরের উপসর্গ নিয়ে চিকিৎসা গ্রহন করেছে ৮’শ বেশী রোগী। এসব রোগীরা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলেযাচ্ছেন। খুব খারাপ অবস্থা না হলে কেউ হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। বর্তমানে হাসপাতালে জ্বরে আক্রান্ত রোগী ভর্তি আছে ৬ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন একজন। বর্তমানে ফকিরহাটে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা খুবই কম। তবে পরীক্ষা করা হলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে বলে চিকিৎসকরা জানান।
কয়েকজন জ্বরে আক্রান্ত রোগীর পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তাদের বাড়ির অনেকের জ্বর হয়েছে। জ্বরে একটু বেশি অসুস্থ হওয়ায় তারা হাসপাতালে আসেন চিকিৎসা নিতে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম বলেন, জ্বর, সর্দি, কাশির রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে পর্যপ্ত জ্বরের ওষুধের সরবরাহ রয়েছে। হাসপাতালে যারা আসছেন তাদের চিকিৎসা দেয়া সহ ওষুধ দেওয়া হচ্ছে। তিনি বলেন অনেক জায়গায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ছাড়া বিকল্প নেই। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ সহ রক্ত পরীক্ষার পরামর্শ দিয়েছেন।