ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসায় অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জ্যোতি ক্লিনিককে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) বেলা ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযানে জ্যোতি ক্লিনিককে ৫০হাজার টাকা জরিমানা করেন। এসময় পেশকার মো. মিজানুর রহমান সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, ওই ক্লিনিকের ভেতর নোংরা ও অস্বাস্থকর পরিবেশ সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।
ফকিরহাটে জ্যোতি ক্লিনিককে জরিমানা
Leave a comment