
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের ট্রেনিং সেন্টারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপ্লোমা কৃষিবিদ প্রদীপ কুমার মন্ডল। প্রধান অতিথি ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ বিপুল পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ নয়ন কুমার সেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ শাহিনুল ইসলাম। এসময় বিভিন্ন ডিপ্লোমা কৃষিবিদগন উপস্থিত ছিলেন।